খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, সংঘাত কখনও শান্তি বয়ে আনতে পারে না। সন্তুলার মা ও সশস্ত্র সংগঠনগুলো যে লক্ষ্যে কাজ করছে এতে পাহাড়ি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, পারবেও না। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পাহাড়ি-বাঙ্গালি সবাইকে শান্তি, সম্প্রীতি, আস্থা-বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।
সমাবেশে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম এর সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাড. মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/মো. লোকমান হোসেন/এমই