ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নং সিদলাই ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গতকাল (২৬ ফেব্রুয়ারী ) বুধবার রাতে ব্রাহ্মণপাড়া সদরের হাজী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে গঠন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা কাওসার সরকার, ইউনিয়ন বিএনপির নেতা অহিদ মিয়া মেম্বার, যুবদলের সিদলাই ইউনিয়নের সদস্য সচিব সোহেল রানা,সিদলাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব ইব্রাহিম খলিল, বাবুল মেম্বার, চান্দলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল,সদর ইউনিয়নের সভাপতি রুহুল আমিন,শশীদল ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন বাবু,নাজমুল হোক ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুব হোসেন।
উক্ত কমিটিতে মফিজুল ইসলামকে সভাপতি, কার্যকরী সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জয়নাল আবদিন আন্না, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিদলাই ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।