ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন পাকশিমুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তানভীর আহমেদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে রয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারী) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬ মাসের জন্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতেশ চন্দ্র গোস্বামী, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ ছানাউল্লাহ এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মনজুর আলী।
বিজ্ঞপ্তিতে এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ তানভীর আহমেদ বলেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি পাকশিমুলের সন্তান। যেহেতু আমি হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তাই উক্ত প্রতিষ্ঠানের প্রতি তীক্ষ্ণ নজর রেখে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হবে আমার প্রথম দায়িত্ব। প্রাণপ্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।