২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জিসএসটি সমন্বিত ভর্তি পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে নিজ সভাকক্ষে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আসন্ন। এ ভর্তি পরীক্ষাকে ঘিরে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বিষয়ে জোর দিয়েছি।
ভর্তি পরীক্ষার্থীদের যেন যানবাহন অপ্রতুলতার বেগ পোহাতে না হয়, সেজন্য নোবিপ্রবি পরিবহন পুলের বাসসমূহ তাদের জন্য ওইদিন বরাদ্দ রাখা হয়েছে। যাতে করে তারা বিনা খরচে যাতায়াত করতে পারে। বাসগুলো শাটল বাসের মতো করে চলবে। যাতে করে শিক্ষার্থী-অভিভাবরা নিশ্চিন্তায় আসতে ও যেতে পারে।
তিনি আরও বলেন, চৌমুহনী ও সোনাপুর মোড়ে যেন যানজট না লাগে, সে বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
ভর্তিচ্ছুদের আবাসন সুবিধা নিশ্চিতে হোটেলগুলো যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সে বিষয়েও প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। নোয়াখালীতে বিদ্যামান বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংসমূহ বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এছাড়া পল্লীবিদ্যুৎকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদানে যাবতীয় আগাম প্রস্তুতি সম্পন্ন করার কথা জানানো হয়েছে। ভর্তিচ্ছুদের অভিভাবকদের থাকার জন্য নোবিপ্রবি অডিটোরিয়াম এবং তারা কাছাকাছি জায়গায় প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরও বলেন, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং নোয়াখালী শহরের পরীক্ষা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।
ভর্তিচ্ছু ও অভিভাবকদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে নোবিপ্রবি মেডিকেল সেন্টার ডাক্তার ছাড়াও ভিজিল্যান্স টিম ও অ্যাম্বুলেন্স টিমের প্রক্রিয়া সম্পন্ন করেছে। সামগ্রিক নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসন বিভিন্ন স্পটে দায়িত্বরত থাকবে। পাশাপাশি নোবিপ্রবি বিএনসিসি, রোভার স্কাউটসহ শিক্ষার্থী প্রতিনিধি সহায়ক টিম হিসেবে কাজ করবে।
আমার বার্তা/এল/এমই