মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ১০ মামলার আসামি সৈকতকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
বুধবার (১৪ মে) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় শফিক মিয়ার হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সৈকত (২৫) হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, অস্ত্রধারণসহ বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৩ থেকে ৪টি মামলা গজারিয়া থানায় তদন্তাধীন এবং বাকি মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, সৈকত ইমামপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী লালু বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। ওই বাহিনী হোগলাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড দমনে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে এবং সফলভাবে সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারের মাধ্যমে ইমামপুর ইউনিয়নে সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই