কক্সবাজারের টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি ও তিন নারীসহ ৬ মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) ভোর রাতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায়
ডগ স্কোয়াড সদস্যের সহায়তায় অভিযানে সাড়ে নয় হাজার ইয়াবাসহ রোহিঙ্গা এক দম্পতিকে আটক করেছে। যারা ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় থেকে মাদক কারবারে জড়িত ছিল বলে তথ্য দিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)।
বিজিবি জানিয়েছে, আটক রোহিঙ্গা দম্পতি টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত বাসিন্দা। তারা টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতি মাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসত। আর আইয়ুব রাজমিস্ত্রী পেশায় থাকলেও স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য মাদক কারবারিদের পৌঁছে দিত।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, রোববার ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুতের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ডগ স্কোয়াডের এক সদস্যসহ সন্দেহজনক ঘরটিতে অভিযান চালায়। এতে জনৈক নেজামের ভাড়া বাসায় ডগ স্কোয়াড সদস্য তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ হাজার ৪০০টি ইয়াবার চালান শনাক্ত করে।
ইয়াবাগুলো উদ্ধারের পর বাসাটির ভাড়াটিয়া রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয় বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।
অপরদিকে রাতেই সাগর পথে মায়ানমার হতে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে পাচারকারী চক্র টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখে পরে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাচারকারীদের এই ভয়ংকর দুরভিসন্ধি আঁচ করতে পেরেই তৎপর হয়ে ওঠে বিজিবি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে তাৎক্ষণিকভাবে মানব পাচারবিরোধী একটি সুপরিকল্পিত অভিযান শুরু হয়। বিজিবির অভিযান দলটি শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার মোছাঃ শামসুন্নাহারের (স্বামী-মোহাম্মদ আখের, প্রবাসী) বাড়িটি ঘেরাও করবার সময়, বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের দুইজন সন্দেহভাজন বাড়ির পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, বিজিবির টহল দল দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘর থেকে বাড়ির মালিক মোছা. শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। তিনজন নারীসহ ৫ জন রোহিঙ্গা রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।
আমার বার্তা/জেএইচ