ই-পেপার শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে এক বছরে ৩৫ হত্যা, যার বেশির ভাগই রাজনৈতিক হত্যাকান্ড

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৬

চট্টগ্রামে গেল এক বছরে অন্তত ৩৫টি হত্যা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন কারণে এসব হত্যার ঘটনা ঘটে। তবে এর মধ্যে বেশির ভাগই ছিল রাজনৈতিক। বিএনপি ও জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে যেমন খুন হয়েছে, তেমনই প্রতিপক্ষের হাতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও ক্যাডারও খুন হয়েছে। চট্টগ্রাম মহানগরী ছাড়াও জেলার রাউজান, রাঙ্গুনিয়া, ভূজপুর, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও সাতকানিয়ায় এসব অপরাধ সংঘটিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬টি খুন হয়েছে রাউজানে। এদিকে প্রায় প্রতিটি হত্যার ঘটনায় মামলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে আসামি ধরা পড়ছে না।

সবশেষ মঙ্গলবার হাটহাজারীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী আবদুল হাকিমকে। রাউজানের এই বাসিন্দাকে হত্যার পেছনেও রাজনৈতিক কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, তার এই অনুসারীকে পেশাদার খুনিরা হত্যা করেছে। তাদের নিশ্চয়ই কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

এদিকে পুলিশ বলছে, রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মী বা অনুসারীদের নিয়ন্ত্রণ করলে এ ধরনের ঘটনা কম ঘটত। দলীয় সংঘাত এড়ানোর জন্য দলগুলোকে আরও সতর্ক হতে হবে। প্রশাসনের একার পক্ষে এসব ঘটনা বন্ধ করা সম্ভব নয়। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে নগর ও জেলা পুলিশ সব সময় সক্রিয় রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে প্রথম খুনের ঘটনা ঘটে গত বছরের ২৮ আগস্ট। ওইদিন বিকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় পিটিয়ে হত্যা করা হয় রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের শ্রমিক লীগ নেতা আবদুল মান্নানকে। ১ সেপ্টেম্বর সাবেক সংসদ-সদস্য ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে মো. ইউসুফ মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ১১ নভেম্বর নিখোঁজের ৩ দিনের মাথায় রক্তাক্ত অবস্থায় হাফেজ মাওলানা আবু তাহের নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নগরীর খাতুনগঞ্জের আড়তদার মো. জাহাঙ্গীর আলম। ১৯ ফেব্রুয়ারি মুহাম্মদ হাসান নামে এক যুবলীগ কর্মীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। ১৫ মার্চ ইফতার মাহফিল নিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে খুন হন কমর উদ্দিন জিতু নামে এক যুবদল কর্মী। ২১ মার্চ পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশে খোলা জমি থেকে মো. রুবেল নামে এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ১৯ এপ্রিল রাতে খুন হন যুবদল কর্মী মানিক আবদুল্লাহ। ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী এসে ভাত খাওয়া অবস্থায় তার মুখে বন্দুকের নল ঢুকিয়ে হত্যা করে। ২২ এপ্রিল রাউজান উপজেলা সদরের কাছে ৮ নম্বর ওয়ার্ডে গাজিপাড়া গ্রামে খুন হন ইব্রাহিম নামের এক যুবদল কর্মী। রাউজানে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় ৯টি মামলা হলেও বেশির ভাগ ক্ষেত্রে আসামি গ্রেফতার হয়নি বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে। দুটি খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি পুনরায় আক্রান্ত হওয়ার ভয়ে।

গত এক বছরে উত্তর জেলার ফটিকছড়ি ও ভূজপুরে ১০টি হত্যা হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ শান্তিরহাটে আধিপত্য বিস্তার ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় রমজান আলী নামে এক যুবদলকর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। ২৭ ফেব্রুয়ারি নিউ দাঁতমারা চা বাগানের ভেতরে থেকে নিখোঁজের দুইদিন পর অটোচালাক বেলাল উদ্দিনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ১ ফেব্রুয়ারি দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়ায় মো. শহীদ নামে এক বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। ৯ জানুয়ারি বাগানবাজারে বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে দুলায়েত হোসেন দুলালকে পিটিয়ে হত্যা করা হয়। তিনিও বিএনপির সমর্থক।

এছাড়াও ভূজপুর থানা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তানের হাতে ৬ এপ্রিল জুলেখা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হন। ৩ এপ্রিল মাসুম নামে এক যুবদল কর্মী প্রতিপক্ষের হাতে খুন হন। একই দিন জঙ্গল হারুয়ালছড়ি গ্রামের সুরণ রায়ের ছেলে তর্ম রায় বন্ধুদের দায়ের কোপে নিহত হন।

সীতাকুণ্ডে এক মাসে চারটি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার ভোরে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ইয়াসিন বাহিনীর সঙ্গে রোকন-গফুর বাহিনীর সংঘর্ষে খলিলুর রহমান কানু নামে একজন নিহত হন। ২ জানুয়ারি মীর আরমান হোসেন রানা নামের এক শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মীর আরমান সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। এর আগে আরও দুইজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

নগরীতে তিনটি রাজনৈতিক হত্যা সংঘটিত হয়। গত বছরের ২৮ অক্টোবর নগরীর ডবলমুরিং থানা এলাকায় আধিপত্য বিস্তারের জেরে খুন হন বাস্তুহারা ইউনিট কমিটি বিএনপির সাধারণ সম্পাদক নূর আলম। ১০ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বার্মা কলোনিতে মো. সবুজ ও শান্তিনগর কলোনির মো. শাহ আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী মো. ইমন নিহত হন। চলতি বছরের ৪ মার্চ সাতকানিয়ায় সালিশের জন্য ডেকে নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘মব জাস্টিস’ তৈরি করে জামায়াতের দুই কর্মী নেজাম ও আবু ছালেককে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সাতকানিয়ায় দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল যুগান্তরকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় লোকজনকেও এগিয়ে আসা উচিত। অপরাধীদের গ্রেফতারে পুলিশ সব সময় সক্রিয়। বিভিন্ন হত্যা মামলায় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। রাউজানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

আমার বার্তা/এল/এমই

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম

উপদেষ্টা পরিদর্শনের পর আজও ঢাকা সিলেট মহাসড়কে যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড় যানজট এখন নিত্যদিনের চিত্র। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত

চট্টগ্রামে কোস্ট গার্ডের “তারুণ্যের উৎসব-২০২৫” অনুষ্ঠিত

চট্টগ্রামে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং

শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার কুমিরের ছানা

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছুটির দিনে বাড়িতে বানান ডিমের খাঁচাপুরি

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত : ট্রাম্প

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে পরীক্ষার্থী-শ্রমজীবী মানুষ

মন্দা মোকাবিলায় সাহসী বৈশ্বিক নীতির আহ্বান আইএমএফ প্রধানের

গুমের ঘটনায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে অগ্রগতি

বাংলাদেশের শেষ মুহূর্তের হার লিটন-রিশাদদের হৃদয়ে আঘাত করেছে

জুমার দিন সুগন্ধি ব্যবহারের ব্যাপারে হাদিসে যা এসেছে

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর ড্রোন হামলার ষড়যন্ত্র, গ্রেফতার ৩

আগামী পাঁচ দিনে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

খতনা করা শিশুদের অটিজমের ঝুঁকি দ্বিগুণ, দাবি ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং