মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে অল্পের জন্য হেরে বসেছে। তবে টুর্নামেন্টের গ্রুপপর্বে নিগার সুলতানা জ্যোতিদের এখনও পাঁচটি ম্যাচ বাকি। আজ (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বিশ্বকাপে আলো ছড়ানো টাইগ্রেস পেসার মারুফা আক্তার আরও বড় কিছু করার লক্ষ্য জানিয়েছেন।
সম্প্রতি আইসিসির র্যাঙ্কিংয়েও এগিয়েছেন (ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতির পর ৪১তম) মারুফা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি নিজেকে এই জায়গায় রাখলে হবে না। সবসময় চিন্তা করি বড় কিছু করার। একা একা ভেবে বসে থাকলে কিছু হবে না। নিজে নিজে যদি একটু বড় কিছু চিন্তা করি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারব।’
পাকিস্তানের বিপক্ষে মারুফার ইনসুইংয়ে দুটি বোল্ড করার দৃশ্য বিশ্বক্রিকেটে বেশ আলোচিত হয়েছে। বড় মঞ্চে ভালো করায় বাবা-মা গর্ববোধ করেন বলে জানান মারুফা, ‘পরিবার অবশ্যই গর্ববোধ করে। কারণ এত বড় একটা জায়গায় এসে ভালো পারফরম্যান্স করা...তারা আমাকে নিয়ে অনেক গর্বিত।’
দুই ম্যাচের একটিতে জেতা বাংলাদেশকে এখনও পাঁচটি ম্যাচ খেলতে হবে। শীর্ষ চারে থেকে সেমিফাইনাল খেলারও ভালো সুযোগ আছে জ্যোতিদের সামনে। নিউজিল্যান্ড ম্যাচের আগে দেশের মানুষের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি হতাশ না হতেও পরামর্শ দিয়েছেন মারুফা, ‘দেশের মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের খেলা দেখে। চাইব তারা যেন আমাদের জন্য আরও দোয়া করে। তারা যেন কখনও নিরাশ না হয়। ইনশাআল্লাহ আমরা আমরা ভালো কিছু করব।’