মালদ্বীপে UNDP-এর নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি মি. আদনান চিমা'র সাথে বাংলাদেশ নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম-এর সৌজন্য সাক্ষাৎ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাক্ষাৎকালে তারা মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও সনদ কর্মসূচিতে যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মালদ্বীপে UNDP-এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কেও মতবিনিময় হয়।
উল্লেখ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা দ্বিপাক্ষিক সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেন। আলোচনায় “ক্লাইমেট ডিপ্লোম্যাসি ডায়ালগ”, নীল অর্থনীতি (Blue Economy), এবং যৌথভাবে সেমিনার, প্রদর্শনী ও সচেতনতা কার্যক্রম আয়োজনের বিষয়ে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করা হয়।
সবশেষে, পারস্পরিক স্বার্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এবং UNDP কান্ট্রি অফিসের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হন।