ই-পেপার সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন:
০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে অবশেষে মুখ খুলেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্তকরণের কাজ এখন শেষ পর্যায়ে। খসড়াটি নিয়ে শিক্ষার্থী–শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত পর্যালোচনা চলছে। আর আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি রয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশটি ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে ৫ হাজারের বেশি মতামত এসেছে। একই সঙ্গে অংশীজনদের নিয়ে তিনটি মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়–বিভাগের মতামত সংগ্রহ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এসব মতামত আইনগত ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে খসড়াটি চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের চেষ্টা চলছে।

এতে আরও বলা হয়েছে, চূড়ান্তকরণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটিও অগ্রাধিকার পাচ্ছে। এ লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অন্তর্বর্তীকালীন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। গত ১১ নভেম্বর ভর্তি ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তীকালীন প্রশাসকের ২৮ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪–২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এতে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চিত করেন। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েলও ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৪ ডিসেম্বর অধ্যক্ষ ও ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে মাউশি। বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাত কলেজের স্বাতন্ত্র্য, নারী শিক্ষার সুযোগ সংকোচন না হওয়া, নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, সম্পত্তির মালিকানা সুরক্ষা, মাধ্যমিক স্তরের কার্যক্রম বিঘ্নিত না হওয়া এবং সাত কলেজের সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সম্পৃক্ততা থাকবে— এ সব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই খসড়া পরিমার্জন চলছে। সময়সাপেক্ষ এ প্রক্রিয়ায় ধৈর্যশীল আচরণ কামনা করেছে বিভাগ।

বর্তমান অবস্থায় সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে এতে আরও বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ন্যায্য স্বার্থ রক্ষা করে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। গুজব, অসম্পূর্ণ তথ্য বা ব্যক্তিগত ব্যাখ্যার ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা–জীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও সবার দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

আমার বার্তা/এমই

কোচিং বাণিজ্য-নোটবুক ব্যবহারে লাগাম টানার নির্দেশ জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক

দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা

বিশ্ব গণিত চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৩১ পদক জয়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ গণিত দল। এ

সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবনে অবস্থানের ঘোষণা

  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযানে জেলে উদ্ধার, শিকারি আটক

মানবতাবিরোধী অপরাধে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

গণতান্ত্রিক ব্যবস্থা ব্যহত করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

জাতীয় পার্টিকে বাধা দিচ্ছে না, নিজেদের মধ্যেই ঝামেলা আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ জন

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত যেভাবে বুঝবেন

জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

কক্সবাজারের ৯ থানা পেল নতুন ওসি

মানসিক শক্তি ও সাহস বাড়ানোর দোয়া

অবশেষে বাংলাদেশে আসছে পেপ্যাল!

অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো সংস্কার করতে পারেনি: আব্দুস সালাম

শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন