ই-পেপার সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছে সরকার: ফরিদা আখতার

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ১৮:২১
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ময়মনসিংহে বিএফআরআই কর্তৃক আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে চায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২১ জুন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা (২০২৫-২৬) প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশের প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ এবং এ খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম। মাছ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ সম্পদ রক্ষায় গবেষণালব্ধ প্রযুক্তি সহজবোধ্য ও মাঠপর্যায়ে সম্প্রসারণযোগ্য হওয়া দরকার। বিএফআরআই, মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এ তিন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নিরাপদ মাছ উৎপাদনে ফিডের নিরাপত্তা ও হাওর অঞ্চলে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তিনি জানান, কীটনাশক নিয়ন্ত্রণে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জলজ প্রাণীর নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, মাছের সংকট মোকাবিলায় আইইউসিএনের শ্রেণিকরণ অনুযায়ী বিলুপ্তপ্রায় ও বিপন্ন মাছ শনাক্ত করে সংরক্ষণের লক্ষ্যে বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি জনগণের উপকারে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞানীদের গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে সরকার।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআইর ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএফআরআই মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, মৎস্য গবেষণার ফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি। মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই একই পরিবারের দুই সদস্য হিসেবে যৌথভাবে কাজ করলে খাতটি আরও সমৃদ্ধ হবে।

কর্মশালায় বিএফআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন উর রশিদ স্বাদুপানির মাছ নিয়ে চলমান ও ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিজ্ঞানী, মৎস্য কর্মকর্তাসহ খামারিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শুরুর আগে উপদেষ্টাসহ অতিথিরা বিএফআরআইর গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

আমার বার্তা/এমই

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ (সোমবার) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান

কর্মস্থল থেকে উধাও পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। অনেক পুলিশ

ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত দলগুলো

জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

শুধু আজকের জন্য বিকেল থেকে ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

চাঁনখারপুলে হত্যাকান্ডে কনস্টেবল সুজনসহ ৪ জন ট্রাইব্যুনালে হাজির

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে চেলসির বিশ্বকাপ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় অপহরণের শিকার খাদ্য পরিদর্শক হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার

মার্কিন ডলারের বিপরীতে মান বৃদ্ধি পেয়েছে টাকার

চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজায় ইসরায়েলের বর্বরতায় নিহত ছাড়িয়ে গেল ৫৮ হাজার

১৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩২৯ টেকনিক্যাল স্কুল নির্মাণে বছরে সনদ পাবে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

কর্মস্থল থেকে উধাও পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা

উলফার ঘাঁটিতে ড্রোন হামলা: মিয়ানমারে ১৯ সদস্য নিহতের দাবি