গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে উপদেষ্টাদেরও ইন্ধন থাকতে পারে। এ কারণে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন, সেদিনই গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলেছে। এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন বানচালের মধ্যদিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে।
গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষ পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল-বিকেল সংসদ সদস্যদের কেনাবেচা হবে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন।
দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং তারা এখন নিজেদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিয়ে ভাবছেন।
নাহিদের এ বিস্ফোরক মন্তব্যের জেরে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে তার বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। আর নেটিজেনরা তার পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
আমার বার্তা/জেএইচ