
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক পেজে আওয়ামী লীগকে চিহ্নিত করার বিষয়ে কয়েকটি পরামর্শ দিয়েছেন। বুধবার গভীর রাতে দেওয়া ওই পোস্টে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকতে ও সন্দেহজনক বিষয়গুলো প্রশাসনকে জানানোর আহ্বান জানান।
রাশেদ খান লিখেছেন, আওয়ামী লীগ চিহ্নিত করতে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে
১. আপনার ভবন বা এলাকায় নতুন ভাড়াটিয়া এলে মালিক ও প্রশাসনকে বিষয়টি জানান।
২. মেস বা ফ্ল্যাটে নতুন কেউ উঠলে তার পরিচয় ও পেশা সম্পর্কে নিশ্চিত হোন।
৩. রিকশা, অটোরিকশা বা সিএনজি গ্যারেজে যারা রাতে থাকে, তারা আসল শ্রমিক কি না— তা যাচাই করতে নিয়মিত পুলিশি টহল থাকা প্রয়োজন।
৪. নির্বাচনের সময় পর্যন্ত রাস্তায় যাত্রীবাহী বাস ও পথচারীদের তল্লাশি চালিয়ে যেতে হবে।
৫. পুলিশ বা প্রশাসনের অভিযানে ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ও সহায়তা জরুরি।
৬. শহরের বস্তিগুলোকে কঠোর নজরদারিতে রাখতে হবে, কারণ এসব এলাকায় অর্থের বিনিময়ে মানুষকে ব্যবহার করা হতে পারে।
৭. মাদকাসক্ত ও পথবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে, যেহেতু তাদের নাশকতার কাজে লাগানো হতে পারে।
৮. হোটেল ও আবাসিক স্থানে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করতে হবে।
পোস্টের শেষে তিনি আরও লেখেন, কারও কাছে নতুন কোনো প্রস্তাব বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।
আমার বার্তা/জেএইচ

