হারারে টেস্টের তৃতীয় দিনই জয় তুলে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে ক্রেগ আরভিনের দল। সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।
টস জিতে বোলিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১২৭ রানে অলআউট করে দিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে বেন কারেনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৯ রান তোলে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে সফরকারী আফগানদের হয়ে টপ অর্ডারে তিন ব্যাটার ইব্রাহিম জাদরান ১৯, আব্দুল মালিক ৩০ ও রহমানুল্লাহ গুরবাজ ৩৭ রান করেন। দলের পক্ষে ওই তিনজনই সর্বাধিক রান করেন।
জিম্বাবুয়ের নিক ওয়ালস ফিফটি মিস করলেও অর্ধশতকের দেখা পান সিকান্দার রাজা। কারেন ২৫৬ বল খেলে ১২১ রান করেন। ১৫টি চারের শটে অষ্টম টেস্টের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান।
নিক ওয়েলস ৪৯ রান করে আউট হয়ে যান। রাজা ৮৮ বলে ৬৫ রান করে আউট হন। সাতটি চারের শট মারেন। ব্রাড ইভান্স ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইব্রাহিম জাদরান ৪২ ও বাহির শাহ ৩২ রান করেন।
আফগানদের প্রথম ইনিংসে ধসিয়ে দিতে ব্রাড ইভান্স ৫ উইকেট নেন। ব্লেজিং মুজুরাবানি তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে রিচার্ড এনগ্রাভা ৫ উইকেট নেন। মুজুরাবানি ৩ উইকেট দখল করেন। জিম্বাবুয়ের ইনিংস থেকে আফগান পেসার জিয়াউর রহমান শারিফি ৭ উইকেট তুলে নেন।
আমার বার্তা/এমই