
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে রওনা হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইএল টি-টোয়েন্টি এরই মধ্যে শুরু হয়ে গেছেন। মোস্তাফিজ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য উড়াল দেয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে ফিজ লেখেন, 'আইএলটি-২০ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সাথে যোগ দিতে তর সইছে না।'
মোস্তাফিজের আগেই টুর্নামেন্টে যোগ দিয়েছেন বাকি দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিব এমআই এমিরেটস ও তাসকিন খেলছেন শারজা ওয়ারিয়র্জে।
দুবাই ক্যাপিটালস মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। পরবর্তীতে অবশ্য এই পেসারকে ছেড়ে দেয় তারা। পরবর্তীতে বদলি হিসেবে আবার এই তারকা পেসারকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।
আইএলটি-২০তে প্রথমবার খেলবেন মোস্তাফিজ। এর আগে অবশ্য আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টে এরইমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে দুবাই ক্যাপিটালস।
আমার বার্তা/এল/এমই

