ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তরের জন্য শুক্রবার (১০ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত প্রকল্প এলাকার পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওই দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত-মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়: আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশে অবস্থিত অঞ্চলসমূহ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লী বিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল ও লতিফপুর।
এই সময়ে এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্টদের যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
আমার বার্তা/জেএইচ