প্রযুক্তির অন্ধকার ভয়াবহতার শিকার হয়ে ইউটিউব, গুগলের বিরুদ্ধে মামলা করেছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। মামলা করার পাশাপাশি বড় অংকের আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন এ দুই সেলিব্রেটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এ দুই তারকার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এআই ব্যবহার করে ওই সব আপত্তিকর ভিডিওতে তাদের ছবি, কন্ঠস্বর ব্যবহার করা হচ্ছে।
শুধু তাই নয়, ভুয়া ভিডিওতে যৌন ইঙ্গিতপূর্ণ, মানহানিকর এবং কাল্পনিক দৃশ্যও দেখানো হচ্ছে। অথচ এসব ভুয়া ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো পদক্ষেপ নেই ইউটিউব ও গুগলের। তাই আইনি লড়াইয়ের মাঠে নেমেছেন অভিষেক-ঐশ্বরিয়া।
তারকা দম্পতির দাবি শতাধিক ভিডিও লিংক ও স্ক্রিনশটে তাদের বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যা শুধু তাদের ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুন্ন করছে না বরং গোপনীয়তার মৌলিক অধিকারও লঙ্ঘন করছে।
জানা যায়, আদালতে জমা দেয়া পিটিশনে তারা ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ ৫ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।
আর্থিক ক্ষতি পূরণ দাবি করার পাশাপাশি এ ধরনের ভিডিও প্রচার ও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন তারা। কারণ হিসেবে দুই তারকা দাবি, প্রযুক্তির অপব্যবহারের নতুন এ ট্রেন্ড সমাজ ও যে কোনো ব্যক্তির জীবনে ক্ষতি ডেকে আনতে পারে।
অভিষেক-ঐশ্বরিয়ার ১৫০০ পাতার অভিযোগপত্রে দায়ের করা মামলাটি বর্তমানে দিল্লি হাইকোর্টে বিচারাধীন। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে ইউটিউব ও গুগলের আইনজীবীকে লিখিত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১৫ই জানুয়ারি।
আমার বার্তা/এল/এমই